বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালি  

জয়পুরহাট  প্রতিনিধি 

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালি  

‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও দি লেপ্রোসি মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশের  সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত  সিভিল সার্জন ডা. তুলশী চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের (এমওসিএস) ডা. জোবায়ের আল ফয়সাল, মেডিকেল অফিসার ডা. রুনানা আফরিন, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. ওলিউজ্জামান, দি লেপ্রোসি মিশনের টেকনিক্যাল সাপোর্ট  অফিসার সলোমন মারান্ডী প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়তে হলে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কুষ্ঠ রোগীরা যেন বিকলঙ্গ না হয়ে যায় এজন্য দ্রুত এই রোগকে শনাক্ত করতে হবে এবং যথাযথ চিকিৎসা প্রদান করতে হবে। 

এ রোগ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব এবং সঠিক সময়ে শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। এ কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে মাইকিং লিফলেট বিতরণসহ বিভিন্ন স্টলের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। 

টিএইচ